ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র ‘দ্য মহাভারত’

আমির, হৃতিক নাকি মহেশ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
আমির, হৃতিক নাকি মহেশ? ছবি: সংগৃহীত

সবকিছু চূড়ান্ত। জল্পনা কল্পনা চলছে কৃষ্ণ চরিত্রটি নিয়ে। কাকে নেওয়া হচ্ছে ভি.এ শ্রীকুমার পরিচালিত আলোচিত ছবি ‘দ্য মহাভারত’-এর কৃষ্ণ চরিত্রের জন্য?

২০১৪ সালে ছবিটির ঘোষণা দেওয়া হয়েছিলো। সে সময় প্রধান চরিত্রের জন্য অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, বিক্রম ও নাগার্জুনকে নেওয়া হতে পারে বলে জানানো হয়।

কিন্তু এদের মধ্যে কৃষ্ণ কে হবেন তা জানানো হয়নি।

শোনা যাচ্ছে, বলিউড সুপারস্টার আমির খান, হৃতিক রোশন অথবা দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে কৃষ্ণ চরিত্রে দেখা যেতে পারে।

মহাভারত অবলম্বনে নির্মিতব্য ছবিটি প্রযোজনার জন্য দুবাই ভিত্তিক ভারতীয় একজন ধনকুবের হাজার কোটি রুপি ব্যয় করছেন। ‘দ্য মহাভারত’-এর চিত্রনাট্য লিখছেন এম টি ভাসুদেবা নায়ের। ইংরেজি, হিন্দি, মালায়ালাম, কান্নাড়া, তামিল ও তেলুগুসহ সর্বাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।