ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবাকে ছাড়িয়ে যেতে চান টাইগার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বাবাকে ছাড়িয়ে যেতে চান টাইগার টাইগার শ্রফ ও জ্যাকি শ্রফ (ছবি: সংগৃহীত)

আশি ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন জ্যাকি শ্রফ। ‘রাম লক্ষণ’, ‘হিরো’, ‘দেবদাস’, ‘খলনায়ক’-এর মতো জনপ্রিয় ছবিতে দেখা গেছে বর্ষীয়ান এই অভিনেতাকে।

তবে চমকপ্রদ ব্যাপার হলো- বলিউডের এই অভিনেতার ছেলে এখন রাজত্ব করছেন বলিউডে। কথা হচ্ছে- ‘হিরোপান্তি’খ্যাত তারকা টাইগার শ্রফকে নিয়ে।

অভিনয়, অ্যাকশন ও নাচের দক্ষতা দেখিয়ে ইতিমধ্যে সকলের হৃদয় অর্জন করে নিয়েছেন টাইগার। এতোকিছুর পর আরও একটি চাওয়া রয়েছে বলিউডের এই অভিনেতার। সেটি হলো বাবাকে ছাড়িয়ে যেতে চান তিনি।

এ প্রসঙ্গে টাইগারের ভাষ্য, ‘আমি বাবাকে সম্মান করি। তবে আমি তার থেকেও বেশি কিছু অর্জন করতে চাই। আমি এমন একটি স্থানে যেতে চাই যেখানে পৌঁছাতে পেরেছেন অল্প কয়েকজন। মাইকেল জ্যাকসন ও ব্রুস লি আমার আইডল। এই পৃথিবীর যে কোনো প্রান্তের শিশুরা মাইকেল জ্যাকসন চেনেন এবং আমি সে স্থানটিতে পৌঁছাতে চাই। আর এটি আমার একমাত্র লক্ষ্য। ’

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন টাইগার শ্রফ।    

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।