ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাঁচ তারকা হোটেলের রান্নাঘরে কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
পাঁচ তারকা হোটেলের রান্নাঘরে কাজল কাজল আগারওয়াল (ছবি: সংগৃহীত)

বলিউডে হাতেগোনা মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে রয়েছে- ‘দো লাফজো কি কাহানি’ ও ‘সিংঘাম’। তবে দক্ষিণী ছবিগুলোতে তার উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। কথা হচ্ছে- অভিনেত্রী কাজল আগারওয়ালকে নিয়ে।

বর্তমানে নিজের ৬১তম ছবির দৃশ্যধারণের কাজ নিয়ে চেন্নাইয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী। আর সেখানে দৃশ্যধারণের ফাঁকে একটি পাঁচ তারকা হোটেলে গিয়ে কুকিজ তৈরি করলেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।

সম্প্রতি কাজলের এমনই কিছু ছবি ঘুরপাক খাচ্ছে অন্তর্জাল দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, নিজের তৈরি করা কুকিজের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।