ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হচ্ছেন এশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
মা হচ্ছেন এশা! ছবি: সংগৃহীত

এ বছরের ডিসেম্বরে মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। দু’দিন আগে এমন খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন তার স্বামী কুনাল খেমু। এবার একই খবরের কারণে শিরোনামে এসেছেন বলিউডের আরেক অভিনেত্রী এশা দেওল। শোনা যাচ্ছে, মা হতে যাচ্ছেন তিনি।

যদিও মা হওয়ার বিষয়ে এশার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে লেখক রাম কামাল মুখার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বর্তমানে হেমা মালিনীর দ্বিতীয় বই ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ লেখার কাজে সহযোগিতা করছেন।

এশার মা হওয়ার খবরে এ অভিনেত্রীর বাবা-মা ধর্মেন্দ্র ও হেমা মালিনী ভীষণ খুশি বলেও জানিয়েছেন তিনি। চলতি বছরের শেষে মা হবেন এশা। কিন্তু এরই মধ্যে নাকি নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান রাম কামাল।

২০১২ সালে ছোটবেলার বন্ধু ব্যবসায়ী ভারত তাখতানির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এশা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।