ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাগদান সারলেন জহির-সাগরিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বাগদান সারলেন জহির-সাগরিকা জহির খান ও সাগরিকা ঘাটগে (ছবি: সংগৃহীত)

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেম, ভালোবাসা, বিয়ে নতুন কিছু নয়। হরভজন সিং-গীতা বাসরা ও যুবরাজ সিং-হ্যাজেল কিচ দম্পতির পর এবার ভারতের আরও এক ক্রিকেটার বলিউড অভিনেত্রীর সঙ্গে খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ইতিমধ্যে বাগদান সম্পন্ন করে ফেলেছেন তারা। কথা হচ্ছে- ক্রিকেটার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে নিয়ে।

সম্প্রতি নিজেদের বাগদানের কথা স্বীকার করেছেন দু’জনে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত সাগরিকা।

যার ক্যাপশনে জহির খান লিখেছেন, ‘আপনার স্ত্রীর পছন্দে কখনও হাসবেন না। কেননা আপনারা তাদেরই একজন!!! সারাজীবনের সঙ্গী। ’

বেশ কিছুদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে জহির-সাগরিকার। এমনকি যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিলো দু’জনকে। কিন্তু নিজেদের সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি তারা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।