ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হৃদয় বললেন, ‘জানি না বুঝি না’ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
হৃদয় বললেন, ‘জানি না বুঝি না’ (ভিডিও) হৃদয় খান (ছবি: সংগৃহীত)

নিজের গানে এখন অনেক শিল্পীকেই অভিনয় বা মডেলিং করতে দেখা যাচ্ছে। সবাই চান নতুনত্ব দেখাতে। হৃদয় খানের জন্য কাজটি নতুন নয়। গান গাইতে গাইতে নাটকে অভিনয়ও উপভোগ করেছেন। এবার একটি গানে মডেল, শিল্পী ও নির্মাতা হলেন হালের ক্রেজ হৃদয়।  

কিছুদিন আগে রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান প্রকাশ করেন তার গান 'জানি না বুঝি না'। এটি ঠাঁই পেয়েছিলো তার একক ‘মেয়ে’তে।

২৪ এপ্রিল জিরো রেকর্ডসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এর মিউজিক ভিডিও।

হৃদয় খান ও অবনী শাহান কবন্ধের কথায় সুর-সংগীত ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিও নির্মাণ করেছেন হৃদয় খান নিজেই। সঙ্গে ছিলেন রিংকন খান। মিউজিক ভিডিওর দৃশ্যে হৃদয়ের পাশাপাশি হৃদয়ের সঙ্গে মডেল হয়েছেন অবনী।  

হৃদয় খান বাংলানিউজকে আগেই বলেছিলেন, গানের চিত্রায়ণে ‘ক্রেজি লাভ’ তুলে ধরা হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানের এর শুটিং হয়েছে। মিউজিক ভিডিওর একটি অংশে নব্বই দশকের শিল্পীদের গেটআপে দেখা যায় হৃদয়কে।  

* হৃদয় খানের মিউজিক ভিডিও ‘জানি না বুঝি না’: 

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।