ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাবিবের সঙ্গে নৈশভোজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
হাবিবের সঙ্গে নৈশভোজ হাবিব ওয়াহিদ (ছবি: সংগৃহীত)

একের পর এক গান-ভিডিও প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। প্রতিটি কাজেই তিনি নতুনত্ব বা চমক দেওয়ার চেষ্টা করেন। এবারও ব্যতিক্রম ঘটছেনা। ‘ঘুম’ গানের জন্য একটি উদ্যোগ নিয়েছেন হাবিব।

হাবিব ওয়াহিদের নতুন গানটির ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন মিথিলা। তানিম রহমান অংশু এটি তৈরি করেছেন।

কক্সবাজারে হয়েছে শুটিং। এবার এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। এর আগে হাবিব ভক্তদের সঙ্গে সারবেন নৈশভোজ।  

‘ঘুম’ গানের প্রচারণায় নেমেছেন এই শিল্পী। ফেসবুকে একটি ঘোষণায় ভক্তদের উদ্দেশে হাবিব বলেছেন, “তোমার চোখের ‘ঘুম’ কে এবং কেন? কমেন্টে জানিয়ে দাও আমাকে। আর জিতে নাও আমার পক্ষ থেকে আকর্ষণীয় ডিনার দি কফি বিন অ্যান্ড টি লিফ-এ”।  

শিল্পী জানিয়েছেন ক’দিনের মধ্যে ‘ঘুম’-এর ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। এটি উন্মুক্ত করা হবে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। এই শিল্পীর সবশেষ প্রকাশিত গান-ভিডিও ‘মিথ্যে নয়’।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।