ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয় ব্যান্ডের সঙ্গে কর্ণিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
প্রিয় ব্যান্ডের সঙ্গে কর্ণিয়া কর্ণিয়া, ছবি: সংগৃহীত

ফিডব্যাক আর দলছুট ব্যান্ডের অনেক গানই মঞ্চে পরিবেশন করেন কর্ণিয়া। এবার একই মঞ্চে প্রিয় দুই ব্যান্ডের পাশাপাশি গাইবেন তরুন প্রজন্মের জনপ্রিয় এই গায়িকা। জানালেন, এটা তার জন্য বেশ ভালোলাগার ব্যাপার।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে পাওয়ার ভয়েসখ্যাত গায়িকা কর্ণিয়া বলেন, ‘স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। সব মিলিয়ে উপভোগও করছি।

প্রথমবারের মতো আমার মঞ্চে দুটি প্রিয় ব্যান্ড ফিডব্যাক ও দলছুটকে পাচ্ছি। ’

২৬ এপ্রিল রাতে র‌্যাবের প্রতীষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কনসারটের আয়োজন করা হয়েছে। ‘জয়গান’ শীর্ষক এই আয়োজনে সংগীত পরিবেশন করবে ফিডব্যাক, দলছুট ও কর্ণিয়া। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে কনসার্টটি সরাসরি সম্প্রচার করা হবে দেশটিভিতে।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।