ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন কথিত ‘সন্ন্যাসী’ সোফিয়া হায়াত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বিয়ে করলেন কথিত ‘সন্ন্যাসী’ সোফিয়া হায়াত ছবি: সংগৃহীত

সন্ন্যাসব্রত গ্রহণের ঘোষণা দিয়ে চাঞ্চল্য তৈরি করেছিলেন আবেদনময়ী বৃটিশ মডেল সোফিয়া হায়াত। কাজের কাজ কিছুই হয়নি, বোঝা গিয়েছিলো ঘটনার পরপরই। এবার বিয়ের পিড়িতে বসেছেন সোফিয়া।

বিয়ের কাজটি এরই মধ্যে সেরে ফেলেছেন ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগি সোফিয়া হায়াত। সোমবার (২৪ এপ্রিল) মিশরীয় রীতি মেনে দীর্ঘদিনের প্রেমিক ভ্লেড স্তেনেস্কোকে বিয়ে করেছেন সোফিয়া।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রাক্তন এই অভিনেত্রী লিখেছেন, ‘মিস এবং সিঙ্গেল খেতাবের শেষদিন আজ। বিয়ে করতে যাচ্ছি। ’

ছবি: সংগৃহীতসোফিয়া ও ভ্লেডের বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ঘুরপাক খাচ্ছে অন্তর্জাল দুনিয়ায়। এদিকে, বান্ধবীর বিয়েতে অভিনন্দন জানিয়ে রাখি সাওয়ান্ত লিখেছেন, ‘শুভকামনা রইলো আমার প্রিয় বান্ধবী। ’

দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর এ বছরের মার্চে প্রেমিকের সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ার খবর দিয়ে সকলকে চমকে দেন সোফিয়া। অথচ এর কিছুদিন আগে আলোচনায় এসেছিলেন সন্ন্যাসব্রত গ্রহণ করার ঘোষণা দিয়ে। সন্ন্যাসব্রত নয়, অবশেষে জীবনসঙ্গীকে বেছে নিলেন বিতর্কিত এই মডেল।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।