ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ক্যানসার মুক্তি’ উদযাপন করবেন মনীষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
‘ক্যানসার মুক্তি’ উদযাপন করবেন মনীষা মনীষা কৈরালা (ছবি: সংগৃহীত)

দুরারোগ্য ক্যানসার জয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী মনীষা কৈরালা। ৫ বছর ধরে সুস্থ জীবন-যাপন করছেন তিনি। ফিরেছেন চলচ্চিত্রেও। ‘ক্যানসার মুক্তির ৫ বছর পূর্তি’তে আনন্দ আয়োজন করবেন মনীষা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন ঘোষণা দিয়েছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মনীষা কৈরালা। তিনি বললেন, ‘স্রষ্টা আমার ওপর সদয় হয়েছেন।

আমি খুব ভালো চিকিৎসক পেয়েছিলাম, পরিবারও আমাকে বেশ সহায়তা করেছে। এ কারণেই সব সম্ভব হয়েছে। আমি অচিরেই ক্যানসার মুক্তির ৫ বছর উপলক্ষে আনন্দ আয়োজন করবো। ’

এদিকে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করছেন মনীষা। এতে তিনি নায়কের মা নার্গিস দত্তের ভূমিকায় হাজির হবেন। সঞ্জয় দত্তের ভূমিকায় থাকছেন রণবীর কাপুর। অন্য শিল্পীরা হলেন দিয়া মির্জা, আনুশকা শর্মা, সোনম কাপুর প্রমুখ। এটি ছাড়াও মনীষা থাকছেন ‘ডিয়ার মা’ নামের অন্য একটি চলচ্চিত্রে।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।