ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পার সঙ্গে ‘রঙ্গবতী’র সোনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
বাপ্পার সঙ্গে ‘রঙ্গবতী’র সোনা সোনা মহাপাত্র ও বাপ্পা মজুমদার (ছবি: সংগৃহীত)

বলিউডে বেশ কিছু গান করেছেন সোনা মহাপাত্র। কোক স্টুডিওতে প্রচারিত ‘রঙ্গবতী’সহ আরও কিছু গান পরিবেশন করে আলোচনায় এসেছেন ভারতীয় এই গায়িকা। সোনা মহাপাত্র এবার দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে। 

বাপ্পার সুর-সংগীতে গাইলেন সোনা মহাপাত্র। সম্প্রতি বাংলা ও হিন্দি ভাষায় তৈরি গান দুটির রেকর্ডিং হয় মুম্বাইয়ে।

দ ‘টোতেই কণ্ঠ দেন বাপ্পা ও সোনা। এর বাংলা গানটির শিরোনাম ‘বন্ধুয়ারে’, হিন্দিতে ‘সাওয়ারিয়া’। শাহান কবন্ধের লেখা গানের হিন্দি ভাবানুবাদ করেছেন ভারতের নুসরাত বদর। গান দুটি তৈরি হয়েছে ভারতের সনি ডিএডিসির ব্যানারে।  

গানের সংশ্লিষ্টরা জানান, গান দু’টির অডিও এবং ভিডিও শিগগিরই বিশ্বব্যাপী প্রকাশ পাচ্ছে সনির ব্যানারে। এর আর্টিস্টস্প্রেড প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাপ্পা মজুমদার। গানগুলোর প্রকাশনা উৎসব হবে ঢাকায়।  

* ‘রঙ্গবতী’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।