ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কথিত প্রেমিকের মুখোমুখি মালাইকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
কথিত প্রেমিকের মুখোমুখি মালাইকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুর (ছবি: সংগৃহীত)

নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নাচ বালিয়ে’তে সোনাক্ষি সিনহার পরিবর্তে বিচারক আসনে বসেছেন মালাইকা অরোরা। সেখানেই কথিত প্রেমিক অর্জুন কাপুরের মুখোমুখি হতে হলো বলিউডের এই অভিনেত্রীকে।

নিজের আসন্ন ছবি ‘হাফ গার্লফেন্ড’-এর প্রচারণার জন্য ‘নাচ বালিয়ে’র মঞ্চে হাজির হয়েছিলেন অর্জুন। তবে মজার ব্যাপার হলো, প্রতিবারের মতো এবারও একে অপরকে এড়িয়ে চলেছেন তারা।

অর্জুনের পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রদ্ধা কাপুর ও পরিচালক মোহিত সুরি।

এদিকে অর্জুনের একটি ঘনিষ্ঠসূত্র বলছে, ‘অর্জুন ও মালাইকার ভ্যানেটি ভ্যান পাশাপাশি রাখা ছিলো। কিন্তু তবুও সেখানে যাওয়ার জন্য আলাদা পথ ব্যবহার করেছেন তারা। ’

ওই সূত্র আরও জানায়, সবাই যখন একসঙ্গে ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান, তখন সেখান থেকে চলে যেতে চাইছিলেন অর্জুন। পরে সকলের অনুরোধে ফিরে আসেন। কিন্তু এ সময় আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মালাইকা। এর ফলে একসঙ্গে ক্যামেরাবন্দি হননি তারা। ’   

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।