ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্যাডমিন্টন খেলোয়াড় শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ব্যাডমিন্টন খেলোয়াড় শ্রদ্ধা শ্রদ্ধা কাপুর (ছবি: সংগৃহীত)

ব্যাডমিন্টন খেলোয়াড় সায়না নেহওয়ালের জীবনী নিয়ে তৈরি ছবিতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। এ কারণে বেশ উচ্ছ্বসিত বলিউডের এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘আশিকি টু’খ্যাত এই তারকা লিখেছেন, ‘অনেক মেয়ে তার স্কুলজীবনে ব্যাডমিন্টন খেলেছেন। কিন্তু নাম্বার ওয়ান ব্যাডমিন্টন খেলোয়াড় সায়না নেহওয়ালের চরিত্রে অভিনয় করতে পারবো ভেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

কেননা তিনি শুধু একজন খেলোয়াড় নন, তরুণদের অনুপ্রেরণা। ’

তিনি আরও বলেন, ‘এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করাটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আমার মতে, আমি এখনও পর্যন্ত যতো ছবিতে অভিনয় করেছি এর মধ্যে এটি সবচেয়ে কঠিন হতে যাচ্ছে। ’

সায়নার জীবনী নিয়ে ছবিটি পরিচালনা করবেন ‘তারে জমিন পার’খ্যাত নির্মাতা আমল গুপ্তা।

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবনী নিয়ে তৈরি ‘হাসিনা’ ছবির কাজ করছেন শ্রদ্ধা।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।