ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে বন্যা-মিতালী-বিশ্বজিৎ-সামিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
একসঙ্গে বন্যা-মিতালী-বিশ্বজিৎ-সামিনা ছবি: সংগৃহীত

মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ— এই চার তারকা শিল্পীকে এবার পাওয়া যাবে একই মঞ্চে। একটি প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করবেন তারা। 

‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন ৬’—এর প্রধান বিচারক হিসেবে থাকছেন ওপার বাংলার গুণী গায়িকা মিতালী মুখার্জী,  জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আধুনিক ও চলচ্চিত্রের গানের দুই কিংবদন্তি সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।  

৫ মে ক্ষুদে গানরাজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে চার বিচারকের নাম ঘোষণা করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এ সময় রেজওয়ানা চৌধুরী বন্যা ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।