ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

ওমর সানী বললেন

‘সাংবাদিকদের বিবেকের ওপর ছেড়ে দিলাম’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
‘সাংবাদিকদের বিবেকের ওপর ছেড়ে দিলাম’ সাংবাদিকদের মুখোমুখি ওমর সানী ও মৌসুমী (ছবি: সংগৃহীত)

বেশ কিছু প্রশ্নের জবাব পাননি ওমর সানী। তবু নিরবে প্রিয় এফডিসি ত্যাগ করেছেন জনপ্রিয় এই অভিনেতা। সঙ্গে ছিলেন সহধর্মিনী অভিনেত্রী মৌসুমী। অশ্রুসিক্ত এ বিদায়ের ক্ষণটি কোনোদিন ভুলবেন না তারা।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সংশোধিত ফলাফল বুঝিয়ে দেওয়া হয়েছে চিত্রনায়ক ওমর সানীকে। সন্ধ্যায় এফডিসি থেকে বের হওয়ার পথে সহশিল্পীরা  ওমর সানী ও মৌসুমীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

এ দৃশ্য যেন সিনেমাকেও হার মানায়।

ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে নির্বাচিত জাকির হোসেন, কমল ও জেসমিনসহ কয়েকজন শিল্পী এ সময় উপস্থিত ছিলেন। কান্নায় ভেঙে পড়লে মৌসুমী-সানী দম্পতি তাদেরকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন এবং মন দিয়ে কাজ করতে বলেন।

এর আগে শিল্পী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশোধিত ফল প্রকাশ করেন নির্বাচন বোর্ডের আপিল বিভাগ। এ সময় আপিল বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর ও তার দুই সহকারী। তারা ভোট গণনায় অসঙ্গতির অভিযোগ তোলা ওমর সানীকে ফলাফল বুঝিয়ে দেন। ভুলের জন্য তারা ক্ষমাও প্রার্থণা করেন।  

নির্বাচনের একদিন পর ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আপিল বোর্ডের কাছে লিখিত আবেদন করেছিলেন ওমর সানী।

ফের ভোট গণনায় পরাজিত সভাপতি পদপ্রার্থী ওমর সানীর ৯টি ভোট বাড়লেও জয় থাকছে মিশা সওদাগরেরই। অন্যদিকে পুণর্গণনায় সুশান্ত নামে এক বিজয়ী কার্যকরী সদস্য হেরে গেছেন, জিতেছেন নানা শাহ।  

এতো সব অসঙ্গতির ব্যাপারে আরও কোনো পদক্ষেপ নেবেন কি-না ওমর সানী? জবাব এলো ‘না’।  

বুধবার (১০ মে) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে ওমর সানী বললেন, ‘উপরওয়ালার সব দেখেছেন। আমি তার ওপরই বিশ্বাস রাখছি। আমার আরেকটি ভরসার জায়গা, সাংবাদিক বন্ধুরা। আমি মনে করি তারাও চলচ্চিত্রের পরিবারের সদস্য। প্রতিবাদটা তারাও করতে পারেন।  বিষয়টি আমি সাংবাদিকদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। তারা সবকিছুই প্রত্যক্ষ করেছেন। কার দোষ, কার ভুল এগুলো তারাই খতিয়ে দেখবেন। আমার পক্ষে যতোটুকু লড়াই করা সম্ভব, করেছি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।