ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

একই গাড়িতে এসে বিচ্ছেদ চূড়ান্ত করলেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
একই গাড়িতে এসে বিচ্ছেদ চূড়ান্ত করলেন তারা আরবাজ খান ও মালাইকা অরোরা (ছবি: সংগৃহীত)

মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেলো বলিউড অভিনেতা আরবাজ খান ও মালাইকা অরোরার ১৮ বছরের সংসার।

চূড়ান্ত বিচ্ছেদের জন্য বৃহস্পতিবার (১১ মে) বান্দ্রায় অবস্থিত একটি পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। ১৮ বছরের সংসার জীবনের ইতি টানতে তারা সময় নিয়েছেন মাত্র কয়েক মিনিট।

বিচ্ছেদের চূড়ান্ত আনুষ্ঠানিকতা পূরণের জন্য একই গাড়িতে চড়ে আদালতে উপস্থিত হয়েছিলেন আরবাজ-মালাইকা। এ সময় বেশ স্বাভাবিক দেখা গিয়েছিলো এই জুটিকে।

২০১৬ সালের মার্চ বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন আরবাজ খান ও মালাইকা অরোরা। একই বছরের নভেম্বরে বিচ্ছেদের জন্য আবেদন করেন তারা। তবে আদালতের নিয়মনুযায়ী বিচ্ছেদের আবেদনের পর ছয় মাস একসঙ্গে থাকতে হয় আবেদনকারীদের।

১৯৯৭ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ-মালাইকা। আরহান নামে তাদের ১৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।    

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।