ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা মিশা সওদাগর ও জায়েদ খান

সদ্য সমাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নতুন বাঁক তৈরি হয়েছে। নব নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

রমিজ উদ্দিন নামে একজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকার সিনিয়র সহকারী জজ ২য় আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে না।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে আদালত এই নির্দেশনা দেন। মনতাজুর রহমান আকবর চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। আদালতের নিষেধাজ্ঞা

এর ফলে, ১২ মে নবনির্বাচিতদের নিয়ে শপথ অনুষ্ঠান হচ্ছে না।  

এর আগে পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানী পুনরায় ভোট গণনা ও ফল বাতিলের দাবি জানিয়েছিলেন। তবে পুণ:গণতার পরও ফল পরিবর্তন না হওয়ায় তিনি মনক্ষুণ্ন হয়ে নিরবতা অবলম্বন করছেন।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসও /জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।