ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

শপথ নিলেন শিল্পী সমিতির নতুন নেতারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
শপথ নিলেন শিল্পী সমিতির নতুন নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে জায়েদ খান, রিয়াজ ও মিশা সওদাগর

ক্ষমতা হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও শপথ গ্রহণে বাঁধা নেই- এমন যুক্তিতে শপথ নিলেন নবনির্বাচিতরা। শুক্রবার (১২ মে) বিকাল ৫টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নির্বাচিত ২১ সদস্যের মধ্যে সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানের পাশাপাশি উপস্থিত ছিলেন ৯ জন। বাকি ১০ নির্বাচিত সদস্যের অনুপস্থিতির কারণ জানা যায়নি।

 
 
অনুষ্ঠানের প্রথমে প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর শপথ বাক্য পাঠ করান নতুন নির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে।
এরপর মিশা সওদাগর শপথ করান উপস্থিত অন্য ১০ সদস্যকে।     

বিভিন্ন ঘটনা পরিক্রমার পর অবশেষে শপথ নিলো নতুন কমিটি। কিন্তু বিতর্কিত এই নির্বাচন ও ফল নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কারণ ১১ মে আদালতের নির্দেশে হঠাৎ স্থগিত করা হয়েছে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া।

৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।