ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

বন্যা পাচ্ছেন ‘বঙ্গভূষণ’ সম্মাননা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ১২, ২০১৭
বন্যা পাচ্ছেন ‘বঙ্গভূষণ’ সম্মাননা রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘বঙ্গভূষণ’ সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ২০ মে আনুষ্ঠানিকভাবে শিল্পীর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।

সম্প্রতি কলকাতায় বন্যার এক বন্ধুর বাসায় বঙ্গভূষণ পুরস্কারের চিঠি পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন সূত্রে পুরস্কারপ্রাপ্তির খবর নিশ্চিত করেছেন গুণী এই শিল্পী।

জানা গেছে, ২০ মে বিকেলে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননা প্রদান করবেন। সেখানেই বন্যা গ্রহণ করবেন বিশেষ এই সম্মাননা, স্মারক ও উত্তরীয়।

‘বঙ্গভূষণ’ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। বিভিন্ন শাখার বিশিষ্ট ব্যক্তিত্বদের শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সাল থেকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এর আর্থিক মূল্য এক লক্ষ রুপি।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।