ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

হাজার কোটির ঘরে ঢুকছে ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
হাজার কোটির ঘরে ঢুকছে ‘দঙ্গল’ ‘দঙ্গল’ ছবির পোস্টার

এসএস রাজামৌলির ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’-এর পর এবার হাজার কোটির ঘরে ঢুকছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’।

গত বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পায় ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাট ও তার দুই মেয়ে গীতা এবং ববিতার জীবনী নিয়ে নির্মিত ‘দঙ্গল’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন আমির খান।

এরপর দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়াতে থাকে ছবিটি। বক্স অফিসে গড়তে থাকে রেকর্ড। ক’দিন আগেও সবচেয়ে বেশি আয়ের ছবি ছিলো এটি। কিন্তু ‘দঙ্গল’কে টপকে যায় ‘বাহুবলি টু’।

সম্প্রতি চীনে মুক্তি পেয়েছে মিস্টার পারফেকশনিস্ট অভিনীত ‘দঙ্গল’। যেখানে এক সপ্তাহের মধ্যে ১০০ কোটি রুপি আয় করে ফেলে ছবিটি।

ভারতীয় বক্স অফিস গবেষক রমেশ বালা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, ভারত ও ভারতের বাহিরে মিলিয়ে বর্তমানে ‘দঙ্গল’-এর মোট আয় ৯৫০ কোটি রুপি। সুতরাং হাজার কোটি ধরতে লাগবে মাত্র ৫০ কোটি রুপি।
 
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।