ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

ছেলে নয়, শাহরুখের নাতি আবরাম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
ছেলে নয়, শাহরুখের নাতি আবরাম! শাহরুখ খানের কোলে আবরাম খান (ছবি: সংগৃহীত)

সারোগেসি (গর্ভ ভাড়া করে) পদ্ধতির মাধ্যমে ২০১৩ সালে তৃতীয়বার বাবা-মা হয়েছিলেন শাহরুখ খান-গৌরি খান দম্পতি। তাদের ঘর আলোকিত করে আসে আবরাম খান নামে একটি ছেলে।

তবে চমকপ্রদ ব্যাপার হলো- আবরাম না-কি শাহরুখের ছেলেই নয়! বরং বলিউডের এই সুপারস্টারের বড় ছেলে আরিয়ান খানের ঔরসেই না-কি জন্ম আবরামের! সম্প্রতি এমনটাই গুঞ্জন শুরু হয়েছে বলিউড মহলে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এক রোমানিয়ান নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো শাহরুখপুত্র আরিয়ান খানের।

তার পরেই না-কি আবরামের জন্ম! যদিও সম্পূর্ণ বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন শাহরুখ খান। এছাড়া যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের তীব্র কটাক্ষ করেছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’খ্যাত এই তারকা।  

এ প্রসঙ্গে ‘টেড টক’-এ শাহরুখ বলেছিলেন, ‘চার বছর আগে আমি ও গৌরি আমাদের তৃতীয় সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু নেটের একটা অংশের দাবি, আমার প্রথম সন্তান আরিয়ানের ঔরসে জন্ম হয়েছে আবরামের। কিন্তু তখন ওর বয়স ছিলো মাত্র ১৫ বছর। অন্তর্জাল দুনিয়ায় একটি ভুয়া ভিডিও প্রকাশিত হয়েছিলো। যেখানে দেখা যাচ্ছে, কোনও এক রোমানিয়ান নারীকে পাশে বসিয়ে গাড়ি চালাচ্ছে আরিয়ান। আমরা পরিবার হিসেবে সম্পূর্ণ ঘটনায় খুবই বিরক্ত। আরিয়ানের বয়স এখন ১৯। এসব দেখে ওর এতোটাই খারাপ অবস্থা, যে ওকে কেউ হ্যালো বললে ও প্রথমেই তাকে বলছে, বিশ্বাস করুন আমার কোনও ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স নেই। ’

তিনি আরও বলেন, ‘এই নতুন পৃথিবীতে রিয়ালিটিটাই ভার্চুয়াল, আর ভার্চুয়ালটাই কোথাও রিয়ালিটি হয়ে যায়। আমি বুঝতে পেরেছি, যা ভাবছি তা সবসময় মুখে বলা যাবে না। ’

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।