ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

কতো বেতন পান সালমানের দেহরক্ষী শেরা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
কতো বেতন পান সালমানের দেহরক্ষী শেরা? সালমান খান ও শেরা (ছবি: সংগৃহীত)

গত ২০ বছর ধরে সালমান খানের দেহরক্ষী হিসেবে কাজ করছেন শেরা। সম্প্রতি কানাডিয়ান পপ সেনসেশন জাস্টিন বিবারের নিরাপত্তার দায়িত্বে থাকার কারণে ক’দিন ধরেই খবরের শিরোনামে রয়েছে তার নাম। তবে আপনারা কি জানেন কতো বেতন পান তিনি ? আর যা পান তা শুনলে আপনাদের চোখ রীতিমতো কপালে উঠে যাবে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সালমানকে সুরক্ষিত রাখার জন্য প্রতি মাসে ১৫ লাখ রুপি পারিশ্রমিক দেওয়া হয় শেরাকে। তবে এজন্য কঠোর পরিশ্রমও করতে হয় তাকে।

কেননা জনসম্মুখে গেলেই সালমানকে ঘিরে ধরেন তার ভক্তরা। আর সেখান থেকে ঠিকমতো সল্লু ভাইকে বের করার দায়িত্ব শেরার।

একবার তো কয়েকশ ভক্ত সালমানের গাড়ি ঘিরে ধরেছিলো। পরে ভক্তদের ভিড় ঠেলে রাস্তা তৈরি করে দিয়েছিলেন শেরা। আর এটি করতে গিয়ে গাড়ির সামনে প্রায় আট কিলোমিটার দৌড়াতে হয়েছিলো তাকে।

নব্বই দশক থেকেই বলিউড তারকাদের দেহরক্ষী হিসেবে কাজ  করে আসছেন শেরা। সালমানের সঙ্গে তার প্রথম আলাপ হয় ১৯৯৫ সালে। একই বছর হলিউড তারকা কিয়ানু রিভস এসেছিলেন ভারতে। তার সম্মানে একটি পার্টির আয়োজন করা হয়েছিলো। সেখানেই সালমানের সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ পান শেরা। তখনই বলিউডের এই সুপারস্টারের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তখন অবশ্য সালমানের দেহরক্ষী ছিলেন অন্য একজন,তাই সে সুযোগ মেলেনি।

পরবর্তীতে চন্ডিগড়ে শো করতে গিয়ে ভক্তদের মাঝে পড়েন সালমান। কিন্তু দেহরক্ষীরা তাকে ওই পরিস্থিতির মধ্য থেকে বের করতে পারেনি। ফলে চাকরি চলে যায় তাদের। পরে সালমানের ভাই সোহেল খান শেরাকে নিযুক্ত করার কথা ভাবেন। তখন থেকেই সালমানের ছায়াসঙ্গী তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।