ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

কনক চাঁপার সঙ্গে গাইলেন মুহিন ও কোনাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
কনক চাঁপার সঙ্গে গাইলেন মুহিন ও কোনাল কনক চাঁপা, মুহিন ও কোনাল (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা। আধুনিক, দেশাত্ববোধক, প্লেব্যাক— সব ধরনের গানে তিনি সাফল্য পেয়েছেন। গেয়েছেন বিষয়ভিত্তিক ও উদ্দীপনামূলক গানও। এবার কণ্ঠে তুলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর থিম সং। এতে গুণী এই শিল্পীর সঙ্গে গেয়েছেন এ প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী মুহিন ও কোনাল।

‘প্রকৃতির বন্ধনে আনন্দ উচ্ছ্বাসে/জীবনের কোলাহল জাগ্রত সারাক্ষণ/আমাদের প্রত্যয়, হবেই জয়/অনির্বান বিশ্বাসে নিশ্চিত করি অর্জন/সুস্থ দেহে সুন্দর মন…’— এমন কথার গানটি লিকেছেন অবসরপ্রাপ্ত মেজর আনিস-উল-ইসলাম। এর সুর ও সংগীতায়োজন করেছেন মঈনুল ইসলাম খান।

 

১২ মে রাজধানীর মগবাজারে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, মুহিন ও কোনাল। বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘অনির্বাণ’-এর ঈদুল ফিতরের পর্বে থাকছে গানটি।
  
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।