ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

সঞ্জয়ের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মাধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
সঞ্জয়ের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মাধুরী সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত (ছবি: সংগৃহীত)

আটের দশকের শেষ, নয়ের দশকে শুরু। এ সময়ে একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত ও অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বলিউড ইন্ডাস্ট্রির সকলেই জানতেন তাদের প্রেমের কথা।

তবে, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনিভাবে অস্ত্র রাখার দায়ে ১৯৯৪ সালে ভারতীয় আদালত পাঁচ বছর কারাদণ্ড দেন ৫৬ বছর বয়সী সঞ্জয়কে। এরপর থেকেই ফাটল ধরে এই তারকা জুটির প্রেমের সম্পর্কের।

এদিকে, সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘দত্ত’। তাই ছবিতে তাকে উল্লেখ না করার জন্য নির্মাতদের কাছে না-কি অনুরোধ করেছিলেন বলিউডের এই অভিনেত্রী।  

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, ‘আমি আজ যেখানে রয়েছি, সেখানে এই বিষয়টা নিয়ে কথা বলার আর প্রয়োজন নেই। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। আমি জানি না এসব কথা এখন কারা বলছে? যাই হোক না কেনো, এ বিষয়টাতে আমার আর কিছু যায় আসে না। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।