ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

আবার হলিউডে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আবার হলিউডে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে পশ্চিমা বিশ্বে দারুণ সফলতা অর্জন করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পরবর্তীতে পিপলস চয়েজ অ্যাওয়ার্ড থেকে শুরু করে অস্কারের লালগালিচায় পর্যন্ত হাঁটতে দেখা গেছে তাকে। খুব শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। যাতে সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসনকে।

তবে চমকপ্রদ ব্যাপার হলো- প্রথম ছবি মুক্তি পেতে না পেতেই আরও একটি হলিউড ছবির প্রস্তাব পেলেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। ‘অ্যা কিড লাইক জেক’ নামে একটি ছবিতে অভিনয় করবেন পিসি।

যেখানে অমল নামের একজন সিঙ্গেল মাদার চরিত্রে দেখা যাবে তাকে।

প্রিয়াঙ্কা চোপড়াবিষয়টি নিশ্চিত করে হলিউড প্রযোজক পল বের্নন টুইটারে জানান, একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। যাতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া একটি ওয়েবসাইটের লিংকও প্রকাশ করেছেন। যেখানে ছবিটির সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।

প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন জিম পারসন্স, ক্লেরে ডান্স, অক্টাভিয়া স্পেনসার, অ্যান দউদ এবং মিশেলা ওয়াটকিন্সকে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।