ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

ছেলের কাজে পুরস্কৃত মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
ছেলের কাজে পুরস্কৃত মা মায়ের সঙ্গে চঞ্চল চৌধুরী (ছবি: সংগৃহীত)

ছোটবেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে মায়ের মুখে হাসি ফুটিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মা চান, এ ধারা অব্যাহত থাকুক। অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা পেয়েছেন নমিতা চৌধুরীর এই গুণী ছেলে। মায়ের পুরস্কার প্রাপ্তির খবরে গর্বে ফুলে উঠেছে চঞ্চলের বুক। 

চঞ্চল চৌধুরীর মা ‘গরবিনী মা’ সম্মাননা পেতে যাচ্ছেন। মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগে দেয়া হচ্ছে এই সম্মাননা।


বিশ্ব মা দিবস উপলক্ষে ‘গরবিনী মা’ সম্মাননা যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার মায়ের হাতে। নাটক ও চলচ্চিত্রে অসামান্য অবদান রেখে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। এ কারণেই তার মা নমিতা চৌধুরীকে ‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছ থেকে সম্মাননা নেবেন নমিতা চৌধুরী। সেখানে উপস্থিত থাকবেন চঞ্চল চৌধুরী। দারুণ সেই মূহুর্তটির অপেক্ষা করছেন এই সুপুত্র।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।