ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন ৭ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের অন্যতম নাট্য সংগঠন নাট্য নিকেতনের ১৩ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ মে) দুপুর ১২টার দিকে স্থানীয় ভাসানী মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান।

নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী, সাংবাদিক ফেরদৌস হাসান, হেলাল আহম্মেদ ও হীরক গুণ।

সংগঠনের সাধারণ সম্পাদক রিংকু কুণ্ডু বাংলানিউজকে জানান, ১৩ বছর পূর্তি উপলক্ষে ভাসানী মিলনায়তনে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সিরাজগঞ্জ, ঢাকা, জামালপুর ও রাজশাহীর বিভিন্ন নাট্য সংঠনের নাটক মঞ্চায়িত হবে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।