ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

পপির হাতে নতুন ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মে ১৪, ২০১৭
পপির হাতে নতুন ছবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবির খরায় ছিলেন পপি। এবার অনেকদিন পর চুক্তিবদ্ধ হলেন তিনি। অচিরেই শুটিং শুরু হবে 'রাজ পথে' নামে ছবিটির।

ছবিটিতে জায়েদ খান থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপির বিপরীতে। এটি পরিচালনা করবেন জাভেদ জাহিদ।

পপি বাংলানিউজকে বলেন, ‘এটি হতে যাচ্ছে রাজনীতি কেন্দ্রিক মারামারিতে ভরা ছবি। আমি পুলিশের চরিত্রে অভিনয় করবো। আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। '

পপি ও জায়েদ খান এর আগেও একই চলচ্চিত্রে কাজ করেছেন। এবার শিল্পী সমিতির নিবার্চনে জায়েদ সাধারণ সম্পাদক, পপি কাযর্করী সদস্য হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসও/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।