ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

ননদকে কি উপদেশ দিচ্ছেন কারিনা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
ননদকে কি উপদেশ দিচ্ছেন কারিনা? কারিনা কাপুর খান ও সোহা আলি খান (ছবি: সংগৃহীত)

কিছুদিন আগে সোহা আলি খানের মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী অভিনেতা কুনাল খেমু। তাই আপতত তাকে নিয়েই ব্যস্ত রয়েছেন খান ও খেমু পরিবার।

কিন্তু গর্ভাবস্থায় ভাবী কারিনা কাপুর খানের কাছ থেকেই না-কি সবচেয়ে বেশি সহযোগীতা পাচ্ছেন সোহা। এমনকি, ননদকে নানা ধরনের উপদেশ দিচ্ছেন বেবো (কারিনার ডাকনাম)।

এ প্রসঙ্গে শুক্রবার (১২ মে) একটি অনুষ্ঠানে সোহা জানান, ‘কয়েক মাস আগেই তো এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন ভাবী (কারিনা কাপুর খান)। ফলে তিনি ভালো বুঝতে পারছেন। আমি সারাদিন তাকে প্রচুর প্রশ্ন করি। কী খাব, কোনটা খাওয়া ঠিক নয়— এ সব। আর তিনি সব প্রশ্নের জবাব দিচ্ছেন। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।