ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

দেবাশীষের ‘শোকেস’

একসঙ্গে তিন প্রজন্মের তিন জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
একসঙ্গে তিন প্রজন্মের তিন জুটি (বাঁ থেকে) ইলিয়াস কাঞ্চন, পপি, মাহি, জায়েদ খান, রোজিনা ও সাইমন

রোজিনা ও ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্রের কিংবদন্তি দুই নাম। একসময় নিয়মিত তাদের ছবি মুক্তি পেতো। তাদের পরে সাড়া জাগিয়েছেন চিত্রনায়িকা পপি ও নায়ক জায়েদ খান। অন্যদিকে এ সময়ের আলোচিত নায়ক-নায়িকা মাহি ও সাইমন। রুপালি পর্দার তিন প্রজন্মের এই ছয় শিল্পীকে এবার পাওয়া যাবে একই মঞ্চে।

‘শোকেস’ নামে একটি আলাপচারিতার অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন এই ছয় তারকা। ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হয়েছে অনুষ্ঠানটি।

এতে দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন অভিনয়শিল্পীরা। ১৫ মে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।  

অনুষ্ঠানটি নিয়ে দেবাশীষ বিশ্বাস বাংলানিউজকে বললেন, ‘তারকাদের পর্দা ও বাস্তবের প্রেম, মিডিয়ার একাল-সেকাল, ছোট-বড়বেলার ঈদ, চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অতিথিরা। ঈদকে মাথায় রেখে বিনোদনমূলক রসদ রাখা হয়েছে। এখানে তিন জুটি নিজেদের জনপ্রিয় তিনটি গানের পরিবেশনায় অংশ নিয়েছেন। সব মিলিয়ে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন বলেই মনে হচ্ছে। ’

সঞ্চালক দেবাশীষ বিশ্বাসের সেলফিতে অতিথিরা ‘শোকেস’ প্রযোজনা করেছেন সুদীপ্ত সরকার। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ১০মিনিটে এটি এশিয়ান টিভিতে প্রচার হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।