ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

মডেল ইমরানের নতুন গান! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
মডেল ইমরানের নতুন গান! (ভিডিও) ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান এখন পুরোদস্তুর মডেল। কেননা নিজের গাওয়া গানের ভিডিওতে আজকাল নিজেই মডেল হচ্ছেন। এই হিসেবে ‘মডেল ইমরানের নতুন গান’ শিরোনাম দেওয়া যেতে পারে! 

এ কারণেই বুঝি নবাগত মডেল রোতসীর মন খারাপ সারাতে ব্যস্ত জনপ্রিয় এই গায়ক-মডেল! রোতসীর সঙ্গে ইমরানের রোমান্স ফুটিয়ে তোলা হয়েছে ‘মন খারাপের দেশে’ গানটির ভিডিওতে।

সোমবার (১৫ মে) রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ইমরানের গাওয়া এই গান-ভিডিও।

শরীফ আল-দীনের লেখা গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি নেওয়া হয়েছে বাপ্পা মজুমদার ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘আধেক তুমি’ থেকে। ‘মন খারাপের দেশে’-এর ভিডিওটি তৈরি করেছেন সৈকত রেজা।

ইমরান বললেন, ‘এবার নিজেকে একটু ভেঙেছি। চেষ্টা করেছি গানের কথা-সুর-কণ্ঠের সঙ্গে মিল রেখে ভিডিওতে একটা রোমান্টিক আবহ তৈরি করতে। ভিডিওটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। এমন একটি গান করার জন্য সিএমভিকে ধন্যবাদ জানাই। ’

* ‘মন খারাপের দেশে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়:  ১৫২৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।