ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

আবার সালমান প্রেমে মজলেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আবার সালমান প্রেমে মজলেন ক্যাটরিনা! ক্যাটরিনা কাইফের ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটি

ক’দিন আগে আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দৃশ্যধারণ শেষ করেছেন প্রাক্তন প্রেমিক-প্রেমিকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আর এরপর থেকেই বেশ ঘনিষ্ঠতা বেড়ে গেছে প্রাক্তন এই জুটির মধ্যে।

এইতো ক’দিন আগে একটি ফটোশুটে একসঙ্গে অংশ নিয়েছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। যে ছবিগুলো ছড়িয়ে পড়েছিলো অন্তর্জাল দুনিয়ায়।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রাক্তন প্রেমিকের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ক্যাট। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। যেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে বসে আছেন সালমান তার পেছনেই রয়েছেন ক্যাটরিনা।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।