ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

কান শহরে দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
কান শহরে দীপিকা দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে উপস্থিত হওয়ার জন্য রোববার (১৪ মে) মুম্বাই থেকে কান শহরের উদ্দেশে রওনা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন তিনি।

লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে ১৭ ও ১৮ মে কানের লালগালিচায় হাঁটবেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। এরই মধ্যে তার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন তিনি।

সাজসজ্জা নিয়ে ব্যস্ত দীপিকাসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে দীপিকার বেশ কয়েকটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, বাথরুব পড়ে সাগড় কিনারে অবস্থিত হোটেলে বসে সাগড়ের সৌন্দর্য ও খোলা হাওয়ার আনন্দ উপভোগ করছেন এবং লালগালিচায় হাঁটার জন্য সাজসজ্জা করছেন তিনি।

এবার প্রথম নয়, এর আগে ২০১০ সালে কানের লালগালিচায় হেঁটেছিলেন দীপিকা। ১৭ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৮ মে পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।