ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

এক ডিশ দুই কুক:

শেষ পর্বে কী ঘটছে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
শেষ পর্বে কী ঘটছে? ছবি: সংগৃহীত

জনপ্রিয় টেলিভিশন তারকাদেরকে চমকে দেওয়ার অনুষ্ঠান ‘এক ডিশ দুই কুক’। প্রথম পর্ব থেকেই নজর কেড়েছে এই রিয়েলিটি শো। শেষ পর্ব দেখার পালা এবার। কাকে সারপ্রাইজ দেবেন উপস্থাপক নাবিলা?
 

প্রতি পর্বের ধারাবাহিকতায় নাবিলা একজন তারকাকে নিয়ে তারই কাছের কোনো মানুষকে সারপ্রাইজ দিচ্ছেন। সব পর্বে সারপ্রাইজ পার্টির আয়োজন ঠিকঠাক করতে পারলেও শেষ পর্বে ঘটছে ব্যতিক্রম।

প্রথমে মডেল জান্নাতুল পিয়াকে নিয়ে শুরু হয় অনুষ্ঠান। কিন্তু কী এক অজানা কারণে শুটিংস্পটে আর ফিরে আসেননি পিয়া। এরপর তড়িঘড়ি করে আয়োজন করা হয় অভিনেত্রী সারিকাকে নিয়ে নতুন পর্বের শুটিং। বেশ ভালোভাবেই এগোতে থাকে। এ পর্যায়ে এর সঙ্গে যুক্ত হন মডেল-অভিনেত্রী সাফা কবীর। কিন্তু এবারও শুটিংয়ের মাঝ পর্যায়ে ঘটে আরেক বিপত্তি।

এসব বাঁধা-বিপত্তি আর ঝামেলা কি নিছক কাকতালীয়? এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো? শেষ পর্যন্ত কি নাবিলা সফল হতে পেরেছিলেন সারপ্রাইজ দিতে? নাকি ঘটেছিলো অনাকাঙ্খিত কোনো ঘটনা? শেষ পর্যন্ত কাকে নিয়ে তৈরি হয়েছিলো শেষ পর্বটি? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে কোকা-কোলা নিবেদিত ‘এক ডিশ দুই কুক’-এর শেষ পর্বটি। একুশে টিভিতে বৃহ্স্পতিবার (১৮ মে) রাত দশটায় প্রচার হবে এটি।     

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।