ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

১০০ কোটির মানহানি মামলা করলেন শিল্পা-রাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
১০০ কোটির মানহানি মামলা করলেন শিল্পা-রাজ রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি (ছবি: সংগৃহীত)

রবি মোহনলাল ভালোতিয়া নামে এক টেক্সটাইল ব্যাবসায়ীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা দম্পতি। মিডিয়ায় প্রচারের জন্য  এই দম্পতিকে জনসম্মুখে প্রতারক বলে মানহানি করায় এ মামলা দায়ের করেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে রাজ কুন্দ্রার মুখপাত্র বলেন, ‘রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি রবি মোহনলাল ভালোতিয়ার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছেন। বোম্বে উচ্চ আদালতে একটি মামলা রোহিত করণ পিটিশনও দায়ের করেছেন এবং আইন অনুযায়ী সবকিছু করছেন।

এর আগে শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন রবি মোহনলাল ভালোতিয়া। গত ২৭ এপ্রিল মুম্বাইয়ের থানের একটি থানায় তাদের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের হয়।

‘বেস্ট ডিল টিভি’ নামের একটি শপিং চ্যানেল চালু করেছিলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি। প্রতিষ্ঠানটির ৬৪ শতাংশ মালিকানা ছিলো তাদের। এ প্রতিষ্ঠানের মাধ্যমেই তারা প্রতারণা করেছেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, ২০১৫ সালের মে মাসে প্রতিষ্ঠানটির সাবেক চিফ এক্সিকিউটিভ গৌরব গর্গ বেস্ট ডিল টিভির সঙ্গে ভালোতিয়াকে চুক্তি করতে বলেন কারণ সেখানে শিল্পা ও রাজ কুন্দ্রার মতো তারকারা যুক্ত রয়েছেন। এরপর প্রতিষ্ঠানটির পরিচালকদের সঙ্গে দেখা করে বেস্ট ডিল টিভির মাধ্যমে তিনি ব্যবসা শুরু করেন। প্রাথমিকভাবে পণ্য বিক্রির জন্য ঠিকঠাক অর্থ পাচ্ছিলেন। কিন্তু ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর এসে তার প্রাপ্য অর্থ দেয়নি প্রতিষ্ঠানটি। রবি ভালোতিয়া দাবি করেছেন, এই অর্থের পরিমাণ ২৪ লাখ ১২ হাজার রুপি। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।