ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

৭০তম কান চলচ্চিত্র উৎসব

রাজকন্যা ঐশ্বরিয়ার উড়ন্ত চুমু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, মে ২০, ২০১৭
 রাজকন্যা ঐশ্বরিয়ার উড়ন্ত চুমু কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

লালগালিচায় আরও একবার রূপের জাদু ছড়িয়ে দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শুক্রবার (১৯ মে) ৭০তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন বলিউডের এই অভিনেত্রী। আর সেখানেই রাজকন্যা হয়ে হাজির হয়েছিলেন ‘দেবদাস’খ্যাত এই তারকা।

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)হাতের কারুকাজ করা নীল রঙের বলগাউন পরে কানের লালগালিচায় হাজির হন অ্যাশ। পোশাকটি মাইকেল সিঙ্কো ব্র্যান্ডের।

এবারের উৎসবের লালগালিচায় এটাই বচ্চনবধূর প্রথম উপস্থিতি।

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)এ নিয়ে ১৬ বার কানে দেখা গেলো তাকে। সৌন্দর্য প্রসাধনী পণ্য লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে এসেছেন তিনি। লালগালিচায় পায়চারির মাঝে এক হাত ঠোঁটের কাছে এনে ভালোবাসা উড়িয়ে দিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী।

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)নীল পোশাকটি শরীরে জড়ানোর আগে আরও দু’টি গাউন পরেছিলেন ঐশ্বরিয়া। শুরুতে রঙিন ফুলের ছাপ জুড়ানো সবুজ পোশাকে সেজেছিলেন তিনি। পরে ফুলের নকশা করা ক্রিম রঙের ছড়ানো গাউন পরেন।

লালগালিচায় হাঁটার আগে সূর্যস্নানে ব্যস্ত ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
বিএসকে

** ঐশ্বরিয়ার পহেলা ঝলক
** মেয়েকে নিয়ে কান শহর ঘুরে বেড়ালেন ঐশ্বরিয়া
** কানের মঞ্চ থেকে অস্কার নিলেন আসগর
** দীপিকার দেখা না দেখা মুহূর্তগুলো
** লালগালিচায় দ্যূতি ছড়ালেন মল্লিকা
** এ কি হাল বেলার!
** দীপিকার ট্রিপল লুক
** মেয়েকে নিয়ে কানের পথে ঐশ্বরিয়া
** কানে মনিকা বেলুচ্চির চুম্বন (ভিডিও)
** উঠলো কানের পর্দা
** কান শহরে দীপিকা
** কানের লাল গালিচায় এ আর রহমান
** কানের পথে দীপিকা
** ‘দেবদাস’কে নিয়ে কানে ঐশ্বরিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।