ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

৭০তম কান চলচ্চিত্র উৎসব

একফ্রেমে দুই তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, মে ২০, ২০১৭
একফ্রেমে দুই তারা রিয়ান্না ও ঐশ্বরিয়ার রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

১৬তম বার কানের লালগালিচায় হেঁটে ঝড় তুলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শুক্রবার (১৯ মে) ৭০তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন বলিউডের এই অভিনেত্রী।

এছাড়া দক্ষিণ কোরিয়ান-আমেরিকান ছবি ‘ওকজা’র বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে ‘দেবদাস’খ্যাত এই তারকাকে। এসময় তার পরনে ছিলো মাইকেল সিঙ্কো ব্র্যান্ডের ডিজাইন করা পাউডার-নীল রঙের বলগাউন, ফেরাগামোর জুতা ও বুশহোর গহনা।

যা পরে অনেকটা রাজকন্যার মতো লাগছিলো প্রাক্তন এই সুন্দরীকে।

তবে চমকপ্রদ ব্যাপার হলো- একই ছবির প্রদর্শনীতে হাজির হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা গায়িকা রিয়ান্না। এসময় সাদা গাউন ও সাদা ফ্রেমের চশমা পরেছিলেন বারবাডিয়ান এই গায়িকা। আর এ সুযোগে  হলিউড ও বলিউডের এই দুই তারকাকে একসঙ্গে ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে রিয়ান্না ও ঐশ্বরিয়ার দু’টি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন তারা। এছাড়া ছবি তোলার জন্য একসঙ্গে পোজও দেন তারা।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।