ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

৭০তম কান চলচ্চিত্র উৎসব

লাল পরী ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
লাল পরী ঐশ্বরিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে শুক্রবার (১৯ মে) ১৬তম বার কানের লালগালিচায় পা মাড়িয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

পরবর্তীতে শনিবার (২০ মে) সকালের দিকে চকচকে কালো গাউন পরে কানসৈকতে ফটোশুটে অংশ নেন সাবেক এই বিশ্বসুন্দরী। সূর্যের আলো তখন ঠিকরে পড়ছিলো তার দুধে আলতা গায়ে।

রোদ্দুর, সমুদ্রসৈকত আর রানীর মতো ঐশ্বরিয়া, তিনে মিলে কান এদিন হয়ে উঠলো আরও রঙিন।

ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)এদিন র্যালফ অ্যান্ড রুশো ব্র্যান্ডের তৈরি করা লাল রঙা গাউন পরে লালগালিচায় হাঁটেন অ্যাশ। আর এই পোশাকে তাকে যেনো অনেকটা স্বপ্নপুরীর লাল পরীর মতো দেখাচ্ছিলো।

লরিয়াল প্যারিসের দূতিয়ালি করতে গত ১৮ মে মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে কান শহরে পৌঁছান তিনি।

ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)তবে এবারের কান চলচ্চিত্র উৎসব একটু স্পেশাল ঐশ্বরিয়ার কাছে। কেননা ১৫ বছর পর আবার কানে উপস্থাপন করেছেন তার অভিনীত ‘দেবদাস’। ২০০২ সালে ছবিটি মুক্তির সময় শাহরুখ খান ও পরিচালক সঞ্জয়লীলা বানসালির সঙ্গে সাগরপাড়ের শহরটিতে এসেছিলেন অ্যাশ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।