ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

৮০ বছরের বৃদ্ধা কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, মে ২১, ২০১৭
৮০ বছরের বৃদ্ধা কঙ্গনা কঙ্গনা রণৌত (ছবি: সংগৃহীত)

খুব শিগগিরই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত। তার পরিচালিত প্রথম ছবির নাম ‘তেজু’। শুধু পরিচালনা নয়, পাশাপাশি এতে অভিনয় করবেন তিনি। এমনকি এর চিত্রনাট্যও লিখেছেন ‘কুইন’খ্যাত এই তারকা।

তবে চমকপ্রদ ব্যাপার হলো, ছবিতে ৮০ বছরের এক বৃদ্ধার চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছবিটি প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘তেজু একজন বৃদ্ধ নারী যে মৃত্যুর দ্বারপ্রান্তে।

কিন্তু তিনি এখনও পৃথিবী ছেড়ে যাবার জন্য তৈরি নন। সে খুবই প্রাণবন্ত, উচ্ছ্বল যে নিজেকে বৃদ্ধ মনে করে না। ’

তিনি আরও বলেন, ‘যে প্রশ্নগুলো আমরা সবসময় নিজেদের করে থাকি সেই বিষয়টিই হালকাভাবে তেজুর ব্যক্তিত্বের মাধ্যমে সিনেমায় ফুটিয়ে তোলা হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার নানীর বয়স ছিলো ৮০ বছর। আমি বৃদ্ধ মানুষদের মধ্যে বড় হয়েছি এবং দেশ, সমাজ ও সম্প্রদায়ের কাছে তাদের উপেক্ষিত হওয়ার বিষয়টি আমাকে অনেক পীড়া দিত। ’

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।