ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে মৌসুমী-ফেরদৌস-পূর্ণিমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, মে ২১, ২০১৭
একসঙ্গে মৌসুমী-ফেরদৌস-পূর্ণিমা মৌসুমী, ফেরদৌস ও পূর্ণিমা

চলচ্চিত্রের তিন তারকা মৌসুমী, ফেরদৌস ও পূর্ণিমা। এক নায়ক ও দুই নায়িকাকে নিয়ে অনেক ছবি তৈরি হলেও এই তিনজনকে এক ফ্রেমে পাওয়া যায়নি। তবে এবার ঘটছে তেমনটি। রূপালি পর্দায় নয়, একমঞ্চে থাকছেন মৌসুমী, ফেরদৌস ও পূর্ণিমা।

আবারও শুরু হতে যাচ্ছে দুই বাংলার সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠান ‘বর্ষা সুন্দরী ২০১৭’। এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই তিন তারকা অভিনয়শিল্পী।

তাদের সঙ্গে থাকছেন ওপার বাংলার মডেল ও অভিনেত্রী রেচেল হোয়াইট।  

আয়োজকরা জানান, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ও ঈশান মাল্টিমিডিয়ার আয়োজনে ২২ মে সন্ধা ৭টায় হোটেল লা ভিঞ্চিতে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত থাকবেন ফেরদৌস, পূর্ণিমা,রেচেল হোয়াইট ও দুই আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  

বরাবরের মতো এবারও সারা দেশ থেকে বেছে নেওয়া হবে সুন্দরী প্রতিয়োগীদের। এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত হবেন সেরা সুন্দরী। আয়োজনটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে কলকাতায়।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ২১ মে ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।