ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

‘তারকা কথন’ মিলনমেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মে ২২, ২০১৭
‘তারকা কথন’ মিলনমেলা ছবি: সংগৃহীত

‘দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে/এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে’—দিনাত জাহান মুন্নী গাইছিলেন, এমন সময় মঞ্চে আসেন আবিদা সুলতানা। তিনিও সুর মেলালেন। এ সময় চিত্রনায়িকা অঞ্জনা মঞ্চে এসে নাচ শুরু করেন।

অন্যদিকে চলছিলো দিলারা জামান, আতাউর রহমান, কেরামত মাওলার ও তুষার খানের নাচও। উপস্থিত শোবিজ তারকারা তখন মুগ্ধ হয়ে একে অন্যকে উৎসাহ দিতে থাকেন।

২১ মে এমনটি ঘটেছিলো চ্যানেল আইয়ের প্রতিদিন সরাসরি প্রচারিত ‘তারকাকথন’ অনুষ্ঠানের ১৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানের মিলনমেলায়।  

অনন্যা রুমার পরিচালনায় এটি প্রচার হচ্ছে ১৪ বছর ধরে। এ উপলক্ষে ২১ মে চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সম্পর্কে তারকাদের স্মৃতিচারণ শেষে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজের শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় বর্ষপূর্তির কেক কাটা হয়। এদিন তারকাদের আড্ডার এ অনুষ্ঠানটি প্রচার করেছে ৬৭১৪ পর্ব। এতে সংগীত পরিবেশন করেন সুবীর নন্দী, রফিকুল আলম, মেহরীন, দিঠি আনোয়ার, তানভীর আলম সজীব ও পিন্টু ঘোষ।

ছবি: সংগৃহীত‘তারকা কথন’-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেন সংগীতজ্ঞ আজাদ রহমান, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, কবি আসাদ চৌধুরী, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, মতির রহমান, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, সংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, কবি মুহাম্মদ সামাদ, চিত্রশিল্পী আবদুল মান্নান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, গায়ক ফকির আলমগীর, রফিকুল আলম, হায়দার হোসেন, মেহরীন, শাহীন সামাদ, টিপু, শাহনাজ বেলী, ইবরার টিপু, কবির বকুল, শফিক তুহিন, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, আজিজুল হাকিম, শহীদুল আলম সাচ্চু, মাজনুন মিজান, জাহিদ হাসান শোভন, রুনা খান, আহসানুল হক মিনু, সোহেল আরমান, দীপা খন্দকার, তমালিকা কর্মকার, শাহেদ, শাহনাজ খুশী, রোকেয়া প্রাচী, আবদুন নূর তুষার, নিমা রহমান, অরুণা বিশ্বাস, ইমন সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।