ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

অবশেষে মাহি-সোহম জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মে ২২, ২০১৭
অবশেষে মাহি-সোহম জুটি মাহি ও সোহম (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় চিত্রনায়িকা মাহি ওপার বাংলার নায়ক সোহমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন— কিছুদিন আগে গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেয়েছিলো। সেই ছবিটির কাজ ঘোষণাতেই আটকে ছিলো। তবে এবার একই নির্মাতার অন্য ছবিতে জুটি বাঁধছেন তারা।

‘ময়না’ নয়, মাহি-সোহমের নতুন ছবির নাম ‘তুই শুধু আমার’। এতে আরও আছেন ওম ও আমান রেজা।

‘অগ্নি ২’র পর এই ছবিটির মধ্য দিয়ে ফের যৌথ প্রযোজনায় নাম লেখালেন মাহি।  

নায়িকা জানান, ভিসা-সংক্রান্ত জটিলতায় বারবার পিছিয়ে যাচ্ছিলো ছবিটির শুটিংয়ের কাজ। অবশেষে আগামী মাসে যুক্তরাজ্যে যাওয়ার সবুজ সংকেত পেলেন মাহি। ২ জুন থেকে সেখানে শুরু হচ্ছে এর শুটিং।  

‘তুই শুধু আমার’ যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কলকাতার জয়দীপ মুখার্জির সঙ্গে বাংলাদেশ থেকে যৌথভাবে ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। যুক্তরাজ্য, বাংলাদেশ ও ভারতের কলকাতায় হবে ছবির কাজ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।