ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

এবার ছেলের পরিচালনায় নয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এবার ছেলের পরিচালনায় নয় সোহেল রানা, ছবি: সংগৃহীত

‘অদৃশ্য শত্রু’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়ক-অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। সন্তানের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। ছেলের মুক্তি প্রতীক্ষিত দ্বিতীয় ছবিতেও থাকছেন সোহেল রানা। তবে এবার বাইরের পরিচালকের ডাকে সাড়া দিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা।

সম্প্রতি সোহেল রানার সম্মতি পেয়েছেন নির্মাতা গাজী মাহবুব। ‘ভালোবাসা ২৪X৭’ নামের ছবিটির মহরত হয় ১৮ মে।

এতে আরও অভিনয় করবেন জায়েদ খান, আনোয়ারা, কাজী হায়াৎ, রেসি, কাবিলা, নবাগতা সানাই প্রমুখ। ছবিটিতে জায়েদ খানের বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে সোহেল রানাকে।

ছবিটি প্রসঙ্গে ২২ মে বিকেলে সোহেল রানা বাংলানিউজকে বললেন, ‘কয়েকদিন আগে নির্মাতা আমাকে গল্প শুনিয়েছেন। তাকে কথা দিয়েছি। সুস্থ থাকলে কাজটি করার ইচ্ছে আছে। ’

নির্মাতা গাজী মাহবুব বলেন, ‘আগামী মাসে ছবিটির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে জায়েদ খান ও নবাগত সানাইকে চুক্তিবদ্ধ করেছি। বাকি শিল্পীদের সঙ্গে মৌখিক কথাবার্তা। সমাজের সাম্প্রতিক ঘটনা নিয়ে কাহিনি সাজিয়েছি। ’

সোহেল রানা সবশেষ অভিনয় করেছেন মাশরুর পারভেজের ‘রাইয়ান’ ছবিতে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। জুলাইয়ে এটি মুক্তি পেতে পারে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘন্টা, ২২ মে, ২০১৭
পিএএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।