ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

এক মঞ্চে দু’জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এক মঞ্চে দু’জন নাশিদ কামাল ও ফাতেমা-তুজ-জোহরা, ছবি: সংগৃহীত

জনপ্রিয় দুই নজরুল সংগীতশিল্পী নাশিদ কামাল ও ফাতেমা-তুজ-জোহরা। বিদ্রোহী কবির জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার একমঞ্চে হাজির হচ্ছেন তারা, সরাসরি শোনাবেন প্রিয় কবির গান। 

বাংলাভিশনের সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ পর্বে গাইবেন নাশিদ কামাল ও ফাতেমা-তুজ-জোহরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজনে দর্শকরা ফোন করে শিল্পীদের সঙ্গে কথা বলতে পারবেন।

 

গান গাওয়ার পাশাপাশি শিল্পীরা জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

তানিয়া হোসাইনের উপস্থাপনায় ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি প্রচার হবে ২৪ মে রাত ১১টা ২৫ মিনিটে। প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।