ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

এবার দেখা দেবেন শাবানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এবার দেখা দেবেন শাবানা শাবানা, ছবি: সংগৃহীত

চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন গুণী অভিনেত্রী শাবানা। সশরীরে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন তিনি, এমনটাই চাইছেন ভক্তরা। অবশ্য ওই অনুষ্ঠানের আগেই এফডিসিতে আসছেন শাবানা।   

২০০০ সালের পর চলচ্চিত্র ছেড়ে সপরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবানা। ব্যক্তিগত কাজে দু’ একবার দেশে এলেও চলচ্চিত্র অঙ্গনের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখেননি।

এবার জননন্দিত এই তারকা হাজির হচ্ছেন এফডিসিতে।  

২৫ মে দুপুরে বাংলাদেশ পরিচালক সমিতির উদ্যোগে স্বাধীনতা মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ছবি ‘ওরা ১১ জন’-এর কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হবে। ওই অনুষ্ঠানে হাজির হবেন ছবিটির অন্যতম অভিনেত্রী শাবানা। ২৩ মে দুপুরে এফডিসিতে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত অভিনেত্রী শাবানা। মাসখানেক তার দেশে থাকার কথা।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।