ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

প্রথম সন্তানের বাবা হলেন নিরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
প্রথম সন্তানের বাবা হলেন নিরব নিরব, ছবি: সংগৃহীত

চিত্রনায়ক নিরব কন্যা সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার (২৩ মে)রাত ১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিরবের সহধর্মিনী তাশফিয়া হোসেন ঋদ্ধির কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা শিশু।

কন্যাসন্তানের পিতা হওয়ায় নিরব বেশ আনন্দিত। খুশির এই সংবাদ ফেসবুকে ভক্তদের ভাগাভাগি করেছেন এই নায়ক।

তিনি লিখেছেন, ‘ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে বললেন, ‘নিরব, মা ও মেয়ে দুইজনই ভালো আছে আলহামদুলিল্লাহ। ’

নবজাতিকার নাম রাখা হয়েছে সুহাইমা হোসেন যুওয়াইনাহ। বর্তমানে ইউনাইটেড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ড. হাসিনা আফরোজের তত্ত্বাবধানে আছেন নিরবের স্ত্রী ও সন্তান। মেয়ে ও মা দু’জনই সুস্থ আছেন। শিগগির তারা বাসায় ফিরবেন।

২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি নিরব-ঋদ্ধি বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।