ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

সংবাদ সম্মেলন দিয়ে শিল্পী সমিতির নবযাত্রা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
সংবাদ সম্মেলন দিয়ে শিল্পী সমিতির নবযাত্রা ফাইল ছবি

বিতর্ক ও আইনি জটিলতা পেরিয়েছে নবনির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। নির্বাচিত সদস্যরা এখন দায়িত্ব নিতেও বাঁধা নেই। এ অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে সমিতি।

বুধবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় শিল্পী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানস অন্যরা।

 

কী থাকছে শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে— এমন প্রশ্নের জবাবে সমিতির কার্যকরী পরিষদ সদস্য সাইমন বাংলানিউজকে বলেন, ‘আইনি জটিলতা কাটিয়েছি আমরা। সমিতি সামনের দিনগুলোতে ভালো কাজ করতে চায়। এ কারণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবো। এ ছাড়া আরও কিছু বিষয় নিয়ে কথা হবে সংবাদ সম্মেলনে। ’

৫ মে অনুষ্ঠিত নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের প্রার্থীদের অধিকাংশই জয়ী হয়েছেন। ফল ঘোষণার পর পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানী ভোট পুণর্গণার জন্য আপিল করেন। এরপর রমিজ উদ্দিন নামে পরাজিত আরেক প্রার্থী রমিজ উদ্দিন আদালতের শরনাপন্ন হয়ে সমিতির সদস্যদের ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা নিয়ে আসেন। সবশেষ ২৩ মে জানা গেলো যে, প্রতারণমার অাশ্রয় নিয়েছিলেন রমিজ। এখন তিনি মামলার আসামী।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।