ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নেপালি গানের আদলে ‘তুকে লিয়ে’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
নেপালি গানের আদলে ‘তুকে লিয়ে’ (ভিডিও) ‘তুকে লিয়ে’ মিউজিক ভিডিওর দৃশ্য

বাংলাদেশি গানের দল নকশীকাঁথা। গত বছর দলটি বের করে অ্যালবাম ‘নকশীকাঁথার গান’। সেখান থেকেই একটি গানের ভিডিও তৈরি হলো এবার। নেপালি লোকগানের আদলে গানটির নাম ‘তুকে লিয়ে’।

নিজের লেখা ও সুরে গানটি গেয়েছেন সাজেদ ফাতেমী। ব্যান্ডের সদস্যদের সঙ্গে এতে মডেল হয়েছেন সুবর্ণ ও মৌ।

ভিডিওটি তৈরি করেছেন হাসান মেহেদী। এর দৃশ্যধারণ করা হয়েছে মৌলভীবাজারে দুটি চা বাগানে।  

লেজার ভিশনের কর্ণধার একেএম আরিফুর রহমান জানান, সম্প্রতি ব্যতিক্রমী এই গানটি তাদের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। ‘তুকে লিয়ে’-এর ভিডিও এখন পর্যন্ত উপভোগ করেছেন চার হাজার দর্শক।  

* ‘তুকে লিয়ে’ গানের ভিডিও:  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।