ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নজরুল মেলায় শাহীন সামাদকে আজীবন সম্মাননা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
নজরুল মেলায় শাহীন সামাদকে আজীবন সম্মাননা ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। গুণী এই গায়িকাকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মে) চ্যানেল আই প্রাঙ্গণে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলায় পুরস্কৃত করা হবে তাকে।

বুধবার (২৪ মে) দুপুরে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারোয়ার, শিল্পী শাহীন সামাদ এবং নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

এর আগে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলায় সম্মাননা পেয়েছেন সংগীতগুরু সোহরাব হোসেন, সুধীন দাশ, সংগীতজ্ঞ ফিরোজা বেগম, নজরুল গবেষক রফিকুল ইসলাম, শিল্পী খালিদ হোসেন, ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসী, ফেরদৌস আরা প্রমুখ।

ছবি: সংগৃহীতআয়োজকরা সংবাদ সম্মেলনে জানান, ২৫ মে বিকেলে মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন শিল্পী-সাহিত্যের মানুষেরা। চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি উপভোগ করা যাবে নজরুল মেলা তথা সাংস্কৃতিক  অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।