ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

হারানো আসন ফিরে পাবেন অপু?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
হারানো আসন ফিরে পাবেন অপু? অপু বিশ্বাস, ছবি: রাজীন চৌধুরী

নাম্বার ওয়ান নায়িকা হিসেবেই ছিলেন। মাঝখানে ঝড় বয়ে গেলো, সব এলোমেলো। এখন পুরনো আসন ফিরে পেতে লড়ছেন অপু বিশ্বাস। ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত ‘রাজনীতি’ ছবিটির প্রেস মিট অনুষ্ঠানে নায়িকার বক্তব্যে তেমনটিই স্পষ্ট হলো।

বুধবার (২৪ মে) সন্ধ্যায় ঢাকা ক্লাবের ওই অনুষ্ঠানে অপু বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদের পরিবারেরই একজন সদস্য। প্রায় বছর খানেক আগে আমার অভিনীত ‘সম্রাট’ ছবিটি মুক্তি পেয়েছিলো ঈদে।

আবারো ‘রাজনীতি’ নিয়ে মাঠে নেমেছি। আমি ব্যক্তিগতভাবে আশা ও বিশ্বাস করি বরাবরের মতোই আমার পরিবার, আমার দর্শক আমাকে গ্রহণ করবেন। সেই সঙ্গে অতীতের মতো আরও ভালো ভালো কাজে উৎসহ যোগাবেন। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি মনে করি। ’

অপুর সময়টা চ্যালেঞ্জিং। স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনীত এই ছবিটির সফলতার ওপর নির্ভর করছে অনেক কিছু। শাকিবের সন্তানের মা অপু চলচ্চিত্রে ফিরতে আপ্রাণ চেষ্টা করলেও স্বামীর সহযোগিতা কতোটা পাবেন, সেটাও দেখার বিষয়। কেননা শাকিব এরই মধ্যে গণমাধ্যমে বলেছেন যে, অপু অনেক কিছুই পেয়েছেন চলচ্চিত্র থেকে। এখন তিনি সংসার সামলালেও পারেন।

এ অবস্থায় এই তারকা দম্পতির মধ্যে সাংসারিক বোঝাপড়া মজবুত হলেই কেবল পর্দায় অপুর পুরনো আসন পুনরুদ্ধার সম্ভব। এমন ঈঙ্গিতও অপু দিয়েছেন তার বক্তব্যে। শাকিবের সহযোগিতা প্রত্যাশা করে অপু বলেন, ‘আমি যখন আমার বেবীর জন্য আপনাদের চোখের আঁড়ালে ছিলাম, তখন বিভিন্ন সংবাদে দেখেছি আমার সহশিল্পী ও স্বামী শাকিব খান আপনাদেরকে বলেছেন যে, অপু অবশ্যই ফিরবে। তার কথাই আজ সত্যি হয়েছে। আমি আবারো আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি আপনাদের মাঝেই থাকতে চাই। ’
 অপু বিশ্বাস, ছবি: রাজীন চৌধুরী
সব মিলিয়ে বলা যায়, শাকিব খান চাইলেই অপুর নতুনযাত্রা পরিচ্ছন্ন হতে পারে। কিন্তু তিনি এ ব্যাপারে কতোখানি মনযোগী হবেন, সময়ই বলে দেবে। ‘রাজনীতি’ ছাড়াও এই জুটির অন্য ছবিগুলোর ভবিষ্যতও নির্ভর করছে এই দুই তারকার নিঃশর্ত ইচ্ছের ওপর। এদিকে ‘রাজনীতি’র প্রেস মিট অনুষ্ঠানে শাকিবের অনুপস্থিতিও কিছু প্রশ্নের জন্ম দেয়।
 
ছবিটির নির্মাতা বুলবুল বিশ্বাস জানিয়েছেন, একটি ছবির কাজে শাকিব ঢাকার বাইরে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এ জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। অন্যদিকে ছবিটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র আনিসুর রহমান মিলন আমেরিকায়।
 
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, ‘রাজনীতি’র প্রযোজক আশফাক আহমেদ, নাসির উদ্দিন দিলু, প্রদর্শক সমিতির নেতা নওশাদ, আর্ট ডিরেক্টর উত্তম গুহ, দেবাশীষ বিশ্বাস, কণ্ঠশিল্পী কোনাল প্রমুখ।
 
এদিকে অপুকে বেশ কৌশলী মনে হলো যৌথ প্রযোজনার ছবির ব্যাপারে বক্তব্য শুনে। এক সময় যৌথ প্রযোজনার ছবির পক্ষে না থাকলেও সরাসরি বিরোধিতা্ও তিনি করেননি। এখন তার কণ্ঠে অন্য সুর শোনা গেলো। অপু বললেন, ‘আগে যেসব ছবির কাজ বাকি আছে সেগুলো শেষ করি। এরপর দেখা যাবে কি করবো। তবে এটা তো বলাই যায়, যেহেতু আমার কর্তা (শাকিব খান) যোগ হয়েছেন, ভবিষ্যতে ভালো কিছু হলে আমাকেও দেখা যেতে পারে। তবে এখনও নিশ্চিত নই। ’
 
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসও/পিএএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।